শিরোনাম
◈ রোববার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ পিনাকী ভট্টাচার্যের ‘দখলের’ ঘোষণায় রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ ◈ পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি! ◈ বাংলাদেশে কি উগ্রবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে? ◈ ব্রজিল দলে ডাক পেয়েও আবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে নেইমার ◈ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের যে বার্তা দিলেন ড. ইউনূস (ভিডিও) ◈ সেভেন সিস্টার্সের বন্দর নাই, তাই কক্সবাজারের গুরুত্ব অনেক বেশি: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা! ◈ টকশোতে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ালেন নুর-হান্নান মাসউদ! (ভিডিও) ◈ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প!

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০৩ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি

মাসুদ আলম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার  বলেছেন, নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও ধৈর্য্যের সাথে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি এঁর নির্দেশনায় রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে রাজারবাগস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক রমনা, মতিঝিল, লালবাগ ও ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে তিনি এ কথা বলেন।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার বিপিএম-সেবা ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, রাজধানীর ট্রাফিক জ্যাম দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। তাই সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে জ্যাম যতো নিয়ন্ত্রণে রাখা যাবে ঢাকা শহর ততো ভালো থাকবে। 

তিনি আরও বলেন, পুলিশের ড্রেসরুলস মেনে যথাযথভাবে পোশাক পরিধান করতে হবে এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে। ট্রাফিক দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। 

ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও তিনি ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যগত দিক ও ব্যারাকের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত আজকের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা। মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এবং সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

এসময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামান ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়