শিরোনাম
◈ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন ◈ এবার উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে জামাত যে বিবৃতিতে দিলেন ◈ ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই ◈ আছিয়ার মৃত্যুতে কাঁদছে গোটা দেশ, দ্রুত বিচারের আশ্বাস ◈ মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি ◈ বাংলাদেশ সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে, ক্লোজড ডোর হওয়ায় ফলাফল জানাতে পারেনি বাফুফে ◈ একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে : মির্জা ফখরুল  ◈ বাংলাদেশের জন্য আইএমএফের অর্থ ছাড়ের দুই কিস্তির প্রস্তাব উঠছে জুনে ◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আবাসিক হোটেলে আটকে রেখে সারারাত ধর্ষণ (ভিডিও)

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে রাজধানীর কাজীপাড়ায় একটি আবাসিক হোটেলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ১০-১২ জন মিলে ধর্ষণ করে বলে কাফরুল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী নারীর প্রতিবেশী সোনিয়া বলেন, গত বছর বিল্লাল ও সুমি নামে বিদেশে পাঠানোর একটি দালালচক্রকে আমার প্রতিবেশী ভুক্তভোগী নারী মালয়েশিয়ায় যাওয়ার জন্য ২ লাখ দেন। পরে রবিবার মেডিক্যাল করার নাম করে কাজীপাড়ার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে আরও কিছু নারী ছিল। পরে সন্ধ্যায় অন্য নারীরা চলে গেলে ভুক্তভোগী ওই নারীকে রাতভর একের পর একজন করে ধর্ষণ করে। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী নারী হোটেল থেকে বের হন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে মোবাইল ফোনে ভুক্তভোগী নারীর প্রতিবেশী সোনিয়া বলেন, ঘটনা জানার পর আমিসহ আরও কয়েকজন দৌড়ে তার কাছে আসি। তিনি শারীরিক যন্ত্রণায় চলাফেরা করতে পারছেন না। আমরা বিকাল থেকে মামলা করার জন্য থানায় অপেক্ষা করছি। অথচ পুলিশ বলছে আগে হাসপাতালে যান, তারপর মামলা নেবো। এখন আমরা থানায় বসে আছি।

এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মালিক বলেন, আমরা তদন্তে জন্য ঘটনাস্থল পরিদর্শনে আছি। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেফতারে রাতেই পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়