শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০১:৫৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় ব্লেজার-ক্রোকারিজ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আটকেরা হলেন- রাকিব ও হাবিব।

মেলার দর্শনার্থীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আলোচনায় আসে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

তিনি বলেন, 'এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। নিকটস্থ ক্লিনিকে আহতদের চিকিৎসা করা হয়েছে।'

বাণিজ্য মেলার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, 'আশিক ফ্যাশন নামে একটি ব্লেজারের দোকানের কর্মচারীদের সঙ্গে বিএম কালেকশন নামের ক্রোকারিজ দোকানের কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। ক্রেতা নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তাদের ওপরেও আঘাত করা হয়, একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।

পরে ঘটনাস্থল থেকে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মারামারির ঘটনায় প্রায় বেশ কয়েক ঘন্টা থমথমে পরিবেশ ছিল পুরো বাণিজ্য মেলাজুড়ে। আতঙ্ক তৈরি হয় সাধারণ দর্শনার্থীদের মাঝে।

এর আগে, বাণিজ্য মেলার ভেতর থেকে ব্যাগ, মোবাইল চুরির ঘটনা ঘটলেও মেলার ভেতর মারামারির ঘটনা এবারই প্রথম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়