শিরোনাম
◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের ◈ অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ◈ আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস  ◈ দেশ ছেড়ে যারা আগেই চলে গেছেন তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়?

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০১:৫৮ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় ব্লেজার-ক্রোকারিজ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আটকেরা হলেন- রাকিব ও হাবিব।

মেলার দর্শনার্থীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আলোচনায় আসে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

তিনি বলেন, 'এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। নিকটস্থ ক্লিনিকে আহতদের চিকিৎসা করা হয়েছে।'

বাণিজ্য মেলার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, 'আশিক ফ্যাশন নামে একটি ব্লেজারের দোকানের কর্মচারীদের সঙ্গে বিএম কালেকশন নামের ক্রোকারিজ দোকানের কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। ক্রেতা নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তাদের ওপরেও আঘাত করা হয়, একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।

পরে ঘটনাস্থল থেকে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মারামারির ঘটনায় প্রায় বেশ কয়েক ঘন্টা থমথমে পরিবেশ ছিল পুরো বাণিজ্য মেলাজুড়ে। আতঙ্ক তৈরি হয় সাধারণ দর্শনার্থীদের মাঝে।

এর আগে, বাণিজ্য মেলার ভেতর থেকে ব্যাগ, মোবাইল চুরির ঘটনা ঘটলেও মেলার ভেতর মারামারির ঘটনা এবারই প্রথম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়