শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০১:০২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছের চূড়ায় ঝুলছিল লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ফাঁস নেওয়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশের সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে বুধবার (২২ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বয়স ৫০ এর কাছাকাছি। ধারণা করা হচ্ছে সে ভবঘুরে, নিচেই ফুটপাথে জামাকাপড় পড়ে ছিলো।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জনসাধারণের নজরে আসে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় লাশটি ঝুলছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাশের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে তার মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাটেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের যেকোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়