শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় মামলার পলাতক আসামি, চিহ্নিত চাঁদাবাজ আশিক গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর কদমতলী এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ছয় মামলার পলাতক আসামি আশিক (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। বুধবার গভীর রাতে  কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, কদমতলী থানার বিক্রমপুর প্লাজার সামনের ফলের দোকানের ব্যবসায়ী মোঃ আরিফুর রহমান কদমতলী থানায় চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গ্রেফতারকৃত আশিক তার সহযোগি অনিক, আরাফাত, সুমনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন গত ১ অক্টোবর  বিক্রমপুর প্লাজার সামনে তার ফলের দোকানে এসে প্রতিদিন ২০০ টাকা করে মাসিক ছয় হাজার টাকা চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। আরিফ তাদের কথা মতো তাদেরকে চাঁদা প্রদান করে আসছিল। এভাবে তারা কদমতলী থানার বিক্রমপুর প্লাজা থেকে মেডিকেল রোড পর্যন্ত ফুটপাতের দোকান হতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পুনরায় তারা গত ১৩ জানুয়ারি দুপুরে গ্রেফতারকৃত আশিক ও তার সহযোগিরা ফলের দোকানে এসে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা আরিফুলকে মারধর করে তার কাছে থাকা ফল বিক্রির নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা পাশের আরেকটি দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

থানা সূত্রে আরও জানা যায়, মামলার পর দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চিহ্নিত চাঁদাবাজ আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে কদমতলী ও শ্যামপুর থানায় আরও ছয়টি হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। 

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়