শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে ভুয়া পুলিশ গ্রেপ্তার

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরখানে এনামুল হক মনির (৩৫) নামের এক ভূয়া পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উত্তরখানের হযরত শাহ্ কবির (রহ.) মাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের একটি জাল আইডি কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মনির নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাথাং গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে বসবাস করেন।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাজার প্রাঙ্গণ থেকে মনিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তা সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে একটি জাল পুলিশ আইডি কার্ড পাওয়া যায়, যেখানে তাঁর নাম এএসআই মনির এবং পদবি সাব-ইন্সপেক্টর লেখা ছিল।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআই জিয়া উদ্দিন জানান, একসময় মনির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে তিনি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় শুরু করেন।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মনির পুলিশ পরিচয়ে দোকান থেকে টাকা দাবি করতেন এবং পণ্য নিয়ে যেতেন। টাকা চাইলে তিনি খারাপ ব্যবহার করতেন।

পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং ডেটাবেইসের মাধ্যমে যাচাই করে জানা যায়, মনিরের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও ভুয়া পুলিশ পরিচয়ের মামলা রয়েছে। ডিএমপির শাহ আলী থানা, ময়মনসিংহের কোতোয়ালি থানা এবং ঈশ্বরগঞ্জ থানায় তাঁর নামে এসব মামলা দায়ের হয়েছে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে উত্তরখান থানায় একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়