শিরোনাম
◈ ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ ফেব্রুয়ারিতে সংলাপ, দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো ◈ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা ◈ পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর ◈ মিস্টার বাংলাদেশ নজরুল মারা গেলেন ◈ দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে ◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে ভুয়া পুলিশ গ্রেপ্তার

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরখানে এনামুল হক মনির (৩৫) নামের এক ভূয়া পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উত্তরখানের হযরত শাহ্ কবির (রহ.) মাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের একটি জাল আইডি কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মনির নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাথাং গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে বসবাস করেন।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাজার প্রাঙ্গণ থেকে মনিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তা সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে একটি জাল পুলিশ আইডি কার্ড পাওয়া যায়, যেখানে তাঁর নাম এএসআই মনির এবং পদবি সাব-ইন্সপেক্টর লেখা ছিল।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআই জিয়া উদ্দিন জানান, একসময় মনির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে তিনি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় শুরু করেন।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মনির পুলিশ পরিচয়ে দোকান থেকে টাকা দাবি করতেন এবং পণ্য নিয়ে যেতেন। টাকা চাইলে তিনি খারাপ ব্যবহার করতেন।

পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং ডেটাবেইসের মাধ্যমে যাচাই করে জানা যায়, মনিরের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও ভুয়া পুলিশ পরিচয়ের মামলা রয়েছে। ডিএমপির শাহ আলী থানা, ময়মনসিংহের কোতোয়ালি থানা এবং ঈশ্বরগঞ্জ থানায় তাঁর নামে এসব মামলা দায়ের হয়েছে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে উত্তরখান থানায় একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়