শিরোনাম
◈ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ আয়োজকের সঙ্গে বিএনপিনেতাদের সাক্ষাৎ ◈ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মাহবুবউল আলম হানিফের বাড়ি ◈ আহত সারজিস আলম ◈ ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান, আজ হচ্ছে 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ ◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী : মোমিন মেহেদী

সুফিয়া মৌমি : প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।  ১১ জানুয়ারি বেলা ১১ টায় রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরুন’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।  নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আখন্দ, আলম খন্দকার প্রমুখ।

নতুনধারার নেতৃবৃন্দ এসময় বিমানবন্দরে প্রবাসী সাঈদের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে প্রবাসীর উপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। সেই সাথে শতাধিক দ্রব্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করে জনমনে স্বস্তি আনার উদ্যোগ গ্রহণ করুন। তা না হলে যেই চিন্তা থেকে ৩৬ জুলাইর আন্দোলন করা হয়েছিলো, সেই চিন্তা থেকে জনগণ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বাংলাদেশীরা বরাবরই অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকে। এই সুযোগটা কাজে লাগিয়ে অপরাধী-দুর্নীতিবাজরা রাজনীতি করছে, পুলিশ-প্রশাসন নীতির বাইরে পথ চলছে। যে কারণে দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়