শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৫, ১২:০৫ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসসি কার্যালয়ের আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থেকে  নাশকতা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওর সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের আন্ডারগ্রাউন্ড এক যুবককে আটক করা হয়েছে। তিনি নাশকতা ঘটাতে পিএসসিতে এসেছিলেন বলে অভিযোগ করছেন পিএসসির কর্মকর্তারা। তারা বলছেন, আগুন লাগানোর উদ্দেশ্যে ওই যুবক পিএসসিতে প্রবেশ করেছিলেন। তাকে হাতেনাতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান থেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করা হয়েছে।

 সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পিএসসি কার্যালয়ের আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থেকে ওই যুবককে আটক করেন নিরাপত্তকর্মীরা। পরে তাকে শেরেবাংলানগর থানায় হস্তান্তর করা হয়। আটক যুবকের নাম আল আমিন (৩৯)।

অভিযুক্ত আল আমিন ঢাকার কাফরুলের ইব্রাহিমপুরে থাকেন।
এ ঘটনায় পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার, নিরাপত্তাকর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার নির্দেশ দেন যেন কেউ কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে।

পিএসসির কর্মকর্তারা জানান, কমিশন সচিবালয়ের  আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে একজন বহিরাগত প্রবেশ করে বিদ্যুতের মোটা তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করেন। এ সময়  নিরাপত্তাকর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয়।

পরে তিনি চোর চোর বলে চিৎকার করলে প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তি এসে তাকে আটক করেন। আশঙ্কা করা হচ্ছে অজ্ঞাতপরিচয় এই ব্যক্তি সচিবালয় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটানোর উদ্দেশ্যে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছেন। কারণ সে বিদ্যুৎ প্রবাহিত তার কাটছিলেন, অর্থাৎ যা বিনষ্ট করে অগ্নিকাণ্ড ঘটানো সম্ভব।

কমিশন বলছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যসহ চলমান বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী এবং নিয়োগপ্রাপ্ত পরীক্ষার্থীদের ডাটা বিনষ্ট করার প্রয়াসে এ ঘটনা ঘটানোর চেষ্টা চালানো হতে পারে। কারণ এখানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নষ্ট করা গেলে অনেক নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতি প্রাপ্ত প্রার্থীদের বিষয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়