শিরোনাম
◈ স্ত্রী আওয়ামী লীগ করায় মারধর, তালাক দিতে চাপ দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও: প্রধান উপদেষ্টা  ◈ নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি রিভা গ্রেফতার ◈ খালি পেটে মোটেও যে খাবারগুলো খাওয়া ঠিক নয় ◈ ৪ হাজার টনের বেশি তেল নিয়ে ঝড়ের কবলে পড়ে রুশ তেলবাহী জাহাজ দুই টুকরো! ◈ রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান  রাষ্ট্রপতির ◈ অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন ◈ বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন ◈ ঢাকায় এক ঘণ্টা কোথায় ছিলেন  বিক্রম মিশ্রি ? ◈ ৯২ জেলের ভারতের ‘শর্ত’ মেনে মুক্তির প্রক্রিয়া শুরু

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যদি দরকার হয় তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক

যদি দরকার হয় তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক

মোঃরফিকুল ইসলাম মিঠু (ইস্তেমা মাঠ থেকে ফিরে) : হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘যদি প্রয়োজন পড়ে, তবে তুরাগ নদীকে আমাদের রক্তে রাঙিয়ে দেব, কিন্তু আমরা ইজতেমা ময়দান ছাড়ব না।’

আজ রবিবার বিকেল ৩টায় ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতার উদ্যোগে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন স্টেশন রোড-কামারগাঁও রাস্তায় এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘হেফাজত বলে গালি দিয়েছেন সহ্য করেছি কিন্তু ইজতেমা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা সহ্য করব না। আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা ময়দানে আছি, যেকোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে তার দায়ভার স্থানীয় প্রশাসনকে নিতে হবে।

বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা আলেম সমাজের প্রতিনিধি দেশের বাহিরে থাকার সুযোগে একটি মহল বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে তুরাগ নদীতে আমাদের রক্তে লাল করে দেব।’

মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এবং মাওলানা কেফায়েত উল্লাহ আজহারীর সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি আমানুল্লাহ হক, মুফতি মাসুদুল করিম, মাওলানা হামেদ জাহেরী প্রমুখ।

আগামী ২০ ডিসেম্বর মাওলানা সাদ পন্থীদের জোড় ইজতেমা হওয়ার কথা থাকলেও, মাওলানা জোবায়ের পন্থীরা ঘোষণা দিয়েছেন যে তারা সাদ পন্থীদের ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেবেন না। এর ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আজ বিকেলে টঙ্গী স্টেশন রোড এলাকায় সেনাবাহিনীর টহল অব্যাহত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়