শিরোনাম
◈ গুমের পর অনেককেই মাথায় গুলি করে হত্যা, মরদেহ ফেলা হয় নদীতে : তদন্ত কমিশন প্রতিবেদন ◈ চলতি মাসের প্রথম দুই সপ্তাহেই এসেছে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স ◈ মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা  ◈ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত ◈ ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর সফলতা কে এনেছে? এগুলো কি সুশীল সমাজের অবদান? প্রশ্ন রিজভীর ◈ বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ ◈ উত্তরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত ◈ ৯৯৯ নম্বরে ফোনকলে ফেরি থেকে প্রায় ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার ◈ আপনি যেখানেই যান সেখানেই ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন: মোদির উদ্দেশে রাহুল (ভিডিও) ◈ ভারতে ‘বুলডোজার বিচার,’ শত সহস্র মুসলমান ঘর-বাড়িহারা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৯ বিকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

উত্তরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

মাসুদ আলম :রাজধানীর উত্তরখানে ট্রাকের ধাক্কায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা তিনটা দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানায়, মাহমুদুল হাসান মাসুম একটি বেসরকারি প্রতিষ্ঠানে ট্রান্সপোর্ট শাখায় কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাদশা বাহার গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।

বর্তমানে উত্তরার ময়নারটেক এলাকায় ভাড়া থাকতেন।মাসুমকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী হাসিবুল কবির জানান, আমরা দুজনেই কেরানীগঞ্জের ইউনিলিভার ওয়্যার হাউজের ট্রান্সপোর্ট শাখায় কর্মরত আছি। রোববার দুপুরের দিকে উত্তরার বাসা থেকে মোটরসাইকেলে করে আমরা দুজনেই কর্মস্থলে যাচ্ছিলাম।

এ সময় উত্তরা এলাকার উত্তর খানের মেইন রোডে দ্রুতগতির একটি ট্রাক আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাসুম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান মাসুম আর বেঁচে নেই।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের  মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়