শিরোনাম
◈ ঢাকার সঙ্গে যেসব ‘শর্তে’ সম্পর্ক চাইছে দিল্লি ◈ ৩১ হাজার বাংলাদেশির মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন ◈ বড়পুকুরিয়া খনির ১৪১৪ ফেইস থেকে  ৪.৮১ লক্ষ টন কয়লা উত্তোলন হয়েছে ◈ দেশে ‘মাইনাস টু ফর্মুলা’ সম্ভব হবে না : ড. খন্দকার মোশাররফ হোসেন ◈ ১২৭দিন পর ১৩ বন্দিকে নিয়ে সচল করা হলো শেরপুর জেলা কারাগার ◈ তথ্য উপদেষ্টা নাহিদের বক্তব্য নিয়ে ধোঁয়াশা, জনসংযোগ কর্মকর্তা প্রত্যাহার ◈ চার ফিফটিতে বাংলাদেশের রেকর্ডগড়া সংগ্রহ ◈ দেশের রিজার্ভ বেড়ে ১৯ বিলিয়নের ঘরে ◈ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ফেরানো হবে: পররাষ্ট্র সচিব ◈ ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে চালু হচ্ছে ৪ জোড়া কমিউটার ট্রেন

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০১ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী বিভাগ চেয়ে ঢাকায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “নোয়াখালী বিভাগের জন্য আমাদের এভাবে দাঁড়াতে হবে এটা আমাদের জন্য দুঃখজনক। খুলনার থেকে নোয়াখালী আয়তনে বড় তবুও এটাকে বিভাগ দেওয়া হয়নি। নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা সেটাই করবো।”

তারা বলেন, “গত সরকার আমাদের কথা দিয়েছিল- নোয়াখালীকে বিভাগ করবে, কিন্তু তারা সে কথা রাখেনি। বিভাগ না করে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে রোহিঙ্গা।”

তারা বলেন, “বাংলাদেশের যে রেমিট্যান্স যোদ্ধা তাদের বেশিরভাগ কিন্তু নোয়াখালীর। আর নোয়াখালীকে বিভাগ করার জন্য যা যা প্রয়োজন, তার সব নোয়াখালীর আছে। আবার ভাষাভাষী বা জনগোষ্ঠীর দিকে বিবেচনা করলে কিন্তু নোয়াখালীকে বিভাগ করা যায়।”

বর্তমান সরকারের উদ্দেশ্যে আয়োজকরা বলেন, “যারা বর্তমান শাসক আছেন বা উপদেষ্টা আছেন, তাদেরকে বলতে চাই- নোয়াখালীর আয়তন এবং অন্যান্য দিক বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করুন। নোয়াখালী বিভাগ হবে এটা আমরা প্রত্যাশা করি।”

আয়োজক সংগঠনের আহ্বায়ক সময় মুরাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল, সদস্য দাউদ ইব্রাহীম প্রমুখ।

সুত্র : ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়