শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৬ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে মানবাধিকার বিষয়ক ইন্টারেক্টিভ সেশন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ‘আমরা নারী’ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে।

সেশনে বক্তব্য দেন- কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, এইচ আর, বাংলাদেশ পুলিশ, যিনি মানবাধিকার শিক্ষার উপর মূল বক্তব্য প্রদান করেন। ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, যিনি সেশনটির সভাপতিত্ব করেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ‘আমরা নারী’ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে।

সেশনে বক্তব্য দেন- কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, এইচ আর, বাংলাদেশ পুলিশ, যিনি মানবাধিকার শিক্ষার উপর মূল বক্তব্য প্রদান করেন। ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, যিনি সেশনটির সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তা হিসাবে আলোচনা করেন সাইফুদ্দিন আহমেদ, প্রক্টর এবং সহযোগী অধ্যাপক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; তানিমা মেগডালিনা কোরায়া , প্রভাষক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; সৈয়দ জুলফিকার জহুর, ইসলামি স্কলার এবং খতিব, বারিধারা মসজিদ, যিনি মানবাধিকার বিষয়ক নৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এম এম জাহিদুর রহমান বিপ্লব, আমরা নারীর প্রতিষ্ঠাতা, সেশনটি পরিচালনা করেন এবং যুব সমাজকে মানবাধিকার নিয়ে অর্থবহ আলোচনায় যুক্ত করেন।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তুলতে অনুপ্রাণিত করা। সেশনটিতে ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, এবং মানবাধিকারকর্মীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা হয়। গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মানবাধিকার প্রচারের আহ্বান জানানো হয়।

আমরা নারী, যা নারীর ক্ষমতায়ন ও সমতা প্রচারে নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক সংস্থা, এই উদ্যোগের আয়োজন করেছে। এর সহযোগী সংস্থা আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সমাজে মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এবং নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়