শিরোনাম
◈ বাংলাদেশকে দুর্বল নতজানু শক্তিহীন ভাবার অবকাশ নেই: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ দীর্ঘ ফেসবুক পোস্টে মৃত্যুর জন্য ১১ জনকে দায়ি করে আত্মহত্যা তনয়ের ◈ পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ফ্রান্সে সরকার পতন ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত বৈঠক ◈ (৫ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ দু-একদিনের মধ্যে সুখবর আসছে: জামায়াতের আমির (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন ◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:১১ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামের বাড়ি গেছেন স্ত্রী, বাসায় মিলল ব্যবসায়ীর গো.প.না.ঙ্গ কাটা লাশ

রাজধানীর চকবাজারের একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৬) নামের এক ব্যবসায়ীর লা.শ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে চকবাজার ইসলামবাগ আরএনডি রোডের ৬৬/১ নম্বর বাসার পঞ্চম তলার একটি রুম থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান লা.শ. উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলামের ইসলামবাগ মাদ্রাসা গলিতে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া শেয়ারে প্লাস্টিকের আরও একটি ব্যবসা করতেন তিনি।

নিহতের ছোট ভাই তৌহিদুল ইসলাম তাপস জানান, গত শুক্রবারে স্ত্রী সুমি আক্তার, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যায়। এরপর থেকে বাসায় একাই ছিলেন নজরুল। গত সোমবার রাত ১০টার দিকে তার ওয়ার্কশপ থেকে বের হন তিনি। পরদিন মঙ্গলবার দুপুরে তাকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার বাসায় গিয়েও বাইরে থেকে তালাবদ্ধ দেখা যায়। পরে ঘটনাটি ফোনে গ্রামে থাকা তার ছেলে এবং তার স্ত্রীকে জানানো হয়। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় গ্রাম থেকে তার ছেলে ঢাকায় আসে। ছেলের কাছে থাকা চাবি দিয়ে ঘরে ঢুকে দ্রুত একটি রুম থেকে নজরুলের এনআইডি কার্ড নিয়ে তারা চকবাজার থানায় যান। তবে পুলিশ জিডি না নিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে রাত দেড়টার দিকে বাসায় ফিরে আসেন তারা। 

তিনি আরও জানান, বাসার নিচ থেকে তাপস তার নিজের বাসায় চলে যান আর নজরুলের ছেলে তার বন্ধুকে নিয়ে রাত থাকার জন্য তাদের বাসায় যান। বাসায় ঢোকার পর এক রুমে দেখেন, বিছানার উপর তার বাবা র.ক্তা.ক্ত অবস্থায় পড়ে আছে। পরে খবর পেয়ে তাপসও সেখানে যান এবং দেখেন বিছানার উপর হাত-পা এবং মুখ বাঁধা এবং শরীর থেকে রক্ত ঝরে বিছানা ভরে গেছে। তার গো.প.না.ঙ্গ কাটা। পরে তারা থানায় খবর দেন। 

অভিযোগ করে তাপস জানান, ওই বাসার দারোয়ানকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, গত সোমবার রাতে নজরুল বাসায় ঢুকেছেন। পরদিন মঙ্গলবার সকালেই তার গাজীপুরে যাওয়ার কথা ছিল। তবে দারোয়ান তাকে আর পরে দেখেননি। এরপর বাসায় কে বা কারা ঢুকেছে তিনি কিছুই জানেন না। তাদের ধারণা, এ ঘটনার সঙ্গে তার বাসার দারোয়ান অথবা মেনেজার অথবা পরিবারের কেউই জড়িত থাকতে পারে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, ইসলামবাগের ওই বাসায় হাত-পা এবং মুখ বাধা অবস্থায় র.ক্তা.ক্ত ম.রদেহটি উদ্ধার করা হয়। ১ তারিখ থেকে ৩ তারিখ এর মধ্যে যেকোনো সময় কে বা কারা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। উৎস: দেশ রুপান্তর।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়