শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ১২:০৪ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে. মিঙ্গির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম-পরিণয় ঘটেছে এই ভিনদেশি তরুণের। সাভারের তরুণী সুরাইয়ার প্রেমের টানে ছুটে আসছে বাংলাদেশে। প্রায় ৪ মাস আগে এ ঘটনা ঘটেছে সাভারে।

১৯ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণী সুরাইয়ার প্রেমের টানেই  বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ান এই যুবক। এই মাসের শুরুর দিকে বিয়ের পর তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনায় বিষয়টি জনসম্মুখে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা এবং যুগলের জন্য জানান শুভকামনা। এ সময় সুমাইয়ার স্বজনরা উপস্থিত ছিলেন।  

ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। আধো বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ। আমন্ত্রিত অতিথিরা হাজার মাইল দুরুত্বের ভালবাসার  এই বন্ধন অটুট থাকুক এমনকাই কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়