শিরোনাম
◈ সাত কলেজ ইস্যু: ঢাবি শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় ◈ নতুন রেকর্ড: দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা ◈ আগামী দুই বছর অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি, ব্যবসায় ১৭ ধরনের বাধা: সিপিডি ◈ রোবট কুকুর ‘স্পট’ পাহাড়া দিচ্ছে ট্রাম্পের বাড়ি, স্পটের প্রতিটি পায়ে পথচারীদের জন্য সতর্কবার্তা রয়েছে ◈ ‘নেইমারকে চাই না, এই ক্লাবতো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়’ ◈ দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমদানি ও উৎপাদন ◈ নবীজির নির্মিত প্রথম মসজিদে এ বছর প্রায় ২ কোটি মুসল্লির নামাজ আদায় ◈ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে  সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা  ◈ ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে পাঠানোর আদেশ শুনে পালাল আসামি, অতপর...

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে গেছে ডাকাতির মামলার এক আসামি। কারাগারে পাঠানোর আদেশ শুনে আরিফুল ইসলাম আরিফ নামে ওই আসামি পালিয়ে যায়। 

শনিবার সন্ধ্যায় সিএমএম আদালতের একটি এজলাসে এ ঘটনা ঘটে। পলাতক আরিফুল হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। 

পুলিশ জানিয়েছে- তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।  এ ঘটনায় পুলিশের দু’জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

জানা গেছে, এক দিনের রিমান্ড শেষে আসামি আরিফকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদেশের পর এজলাস থেকে বের করার সময় পালিয়ে যায় আরিফ। এ সময় আসামির দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের বলেন, এ ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় মামলা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দু’জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হবে।  উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়