ভিডিওতে দেখা যায় একজন বাইক জনৈক ব্যাক্তি আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং তিনি বলেন, ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সূত্র : নিউজ২৪টিভি
কারো যদি অধিকার থাকে রাস্তা বন্ধ করে আন্দোলন করার আমারও অধিকার আছে আমার গন্তব্যে পৌঁছনোর জন্য ওই আন্দোলন ভেঙে আমার গন্তব্যে পৌঁছনো।
আরও একজন বলেন, সকাল ১১ টার দিকে আমি নিজে ভুক্তভোগী ছিলাম অনেক কষ্ট হইছে নিউমার্কেট ঢাকা কলেজ এদিকে অনেক যানজট ছিল ।
আমিও ভুক্তভোগী,, কেননা ১২ টার দিকে একটা কাঠের ভাড়ি বাক্স,, বাধ্য হয়ে মাথায় করে পুলিশ বক্স থেকে,,ঢাকা কলেজ পযন্ত গেছি,,অনেক কষ্ট হইছে ।
আরিফুর রহমান বলেন, যে কোন কিছুতেই সাধারণ জনগণের দুর্ভোগ তৈরী করা একদমই উচিৎ না। নিজের হক আদায়ের নামে অন্যের হক নষ্ট করা উচিৎ না।
আপনার মতামত লিখুন :