মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের মালামাল জোরপূর্বক ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃরা হলো ১। মো: নূর আলম (২৮), ২। মোঃ রাজু আহমেদ ওরফে জাহিদ (৩১) ও ৩। অন্তর মিয়া (২১)।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে তিন ছিনতাইকারী বিমানবন্দর গোলচত্বর এলাকায় আগত যাত্রীদের মালামাল জোরপূর্বক ছিনতাইয়ের চেষ্টা করে। থানা পুলিশ এই তথ্য পেয়ে গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করলে তিনি প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আপনার মতামত লিখুন :