ডেস্ক রিপোর্ট : রাজধানীর পঙ্গু হাসপাতালের ভেতরে ঢুকে মো. রুবেল (৩৬) নামে এক আউটসোর্সিং কর্মচারীকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
আটক ওই যুবকের নাম মো. রনি শেখ ওরফে রুবেল। বিদেশি পিস্তলসহ তাকে আটক করে আনসার সদস্যরা। গুলিবিদ্ধ রুবেলকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সে সিরাজগঞ্জের সলঙ্গার পূর্ব মথুরাপুরের দানেশ আলীর ছেলে। বর্তমানে সাভারের গেন্ডারিয়া এলাকায় থাকেন তিনি।
হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ বলেন, ‘দুপুর একটা দিকে হঠাৎ প্রশাসনিক ব্লকের নিচে গুলি শব্দ পাই। শব্দ পেয়ে আমরা দৌড়ে যেতেই অস্ত্রসহ দু’জন হাসপাতালের বাইরে বের হয়ে যান। এ সময় একজন পালিয়ে গেলেও বিদেশি পিস্তলসহ রনি শেখকে আটক করি।’
এ ঘটনায় হাসপাতালে কর্মচারী রুবেল গুলিবিদ্ধ হয় বলে জানান তিনি।
সুত্র : মানবজমিন
আপনার মতামত লিখুন :