শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২২, ০৭:০৫ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২২, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিন কোরবানি দিতে গিয়ে আহত ৯১ 

আহত

সুজন কৈরী : রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় কুরবানি পশু জবাই করার সময় অসাবধানতাবশত ধারালো ছুরির আঘাতে অন্তত ৯১ জন কসাই আহত হয়েছে।

রোববার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে গরুর ধাক্কা এবং শিংয়ের গুঁতোয় নয় জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রাজধানীর বংশাল, ওয়ারি, লালবাগ, পোস্তগোলা, কামরাঙ্গীরচর, রামপুরা, মতিঝিল, খিলগাঁও, হাজারীবাগ, চানখারপুল ও চকবাজার এলাকা থেকে এসেছেন। এছাড়াও মুন্সিগঞ্জ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, ও রূপগঞ্জ এলাকা থেকেও এসেছেন অনেকেই। 

ওয়ারি থেকে আসা টুকু মিয়া বলেন, আমি ১৫ বছর ধরে কসাইর কাজ করি। আমার বাপ চাচারাও কসাই ছিলেন। সকাল ১১ টার দিকে ওয়ারি র‌্যাকিং স্ট্রিটের একটি বসায় গরু ফেলানোর সময় গরুটি লাফিয়ে উঠে আমার শরীরে আঘাত করলে আমি ছিটকে পড়ে দেয়ালে আঘাত পাই, এতে আমার মাথা এবং শরীরে গুরুতর জখম হয়।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন আলাউদ্দিন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ৯১ জন আহত ব্যক্তি আমাদের এখানে এসেছেন। এ সংখ্যা গত বছরে তুলনায় অর্ধেকের চেয়েও কম। আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং আহতদের অনেকেই চলে গেছে। যারা বাকি আছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় কাউকে ভর্তি রাখা হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়