শিরোনাম
◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে 

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে ১২ বোতল ফেন্সিডিলসহ দুই জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক  কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরখান থানা  পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন  মোঃ মহারাজ হোসেন মীর (৪৫) ও মোঃ মনির হোসেন (২৭)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার  উত্তরখান থানার গনিপাড়া সিকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরখান থানার গনিপাড়া সিকদার মার্কেটের পশ্চিম পাশে রাস্তার উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়/বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান চালায় উত্তরখান থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি মহারাজ হোসেন মীর ও মোঃ মনির হোসেনকে ১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উত্তরখান থানার অফিসার ইনচার্জ  জানান
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়