শিরোনাম
◈ অভিনেতা জামালউদ্দিন হোসেন মারা গেছেন ◈ মিজানুর রহমান আজহারীকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ এর বিষয়ে যা বললেন (ভিডিও) ◈ এক উঠানে মসজিদ-মন্দির, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন ◈ ২২ দিনের নিষেধাজ্ঞা নদী ও সাগরে মাছ শিকারে  ◈ "ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে আ.লীগ" ◈ ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে যেভাবে  ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ঢুকবে না: হাসনাত ◈ অতীতের সুনাম, ঐতিহ্য ও গৌরব ফেরাতে নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে ছাত্রদল ◈ দেশে ডলার সরবরাহে সংকট ও দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ০১:৫১ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোক্তার ওপর হামলা, স্টার কাবাবের ১১ জন গ্রেফতার (ভিডিও)

ভোক্তাকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় রাজধানীর বনানীর স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের ১১ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় রোববার (৬ অক্টোবর) সালেহ মোহাম্মদ রশীদ অলক নামে এক সাংবাদিককে এলোপাতাড়ি কিলঘুসি ও লাথি মেরে রক্তাক্ত করেন স্টার কাবাবের কর্মীরা। এ ঘটনায় হোটেলটির ম্যানেজার মো. মুসলিমসহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন অলক।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, স্টার কাবাবে সালেহ মোহাম্মদ রশীদ অলক নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে, সবাইকে আইনের আওতায় আনা হবে।

সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলক জানান, রোববার দুপুরে তার এক বন্ধুকে নিয়ে বনানীর স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানি খেতে যান। পরিবেশন করা খাবারে গন্ধ পাওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার প্রত্যুত্তরে বলেন, ‘জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়।’

এ কথা শুনে অলক প্রতিবাদ করলে সেখানে থাকা আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন। এতে ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা সাংবাদিক অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামান। নিচতলায় সিঁড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করেন তাকে। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়