শিরোনাম
◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ০২:৪৭ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে বাসার সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজারীবাগ এলাকায় নিজ বাসার সামনে মো. জাহাঙ্গীর (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছে পরিবার।

নিহত জাহাঙ্গীরের ভাতিজা রুবেল জানান, আমার চাচা রাতে বাসার পাশের দোকান থেকে ফেরার পথে মুখোশধারীরা এলোপাতাড়ি কুপিয়ে আমার চাচাকে গুরুতর আহত করে ফেলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় চাচাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান— চাচা আর বেঁচে নেই।

তিনি আরও জানান, আমার চাচা স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়— বাসার সামনেই কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়