শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২২, ০৫:২৪ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রা সহায়তায় রেড ক্রিসেন্টের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক

রেড ক্রিসেন্ট

সুজন কৈরী: ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক আর নির্বিঘ্ন করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অর্ধশতাধিক যুব ও স্বেচ্ছাসেবক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে সোসাইটির পক্ষ থেকে।

গত ৬ জুলাই থেকে রাজধানীর গুলিস্তান, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন অন্তত ৮৫ জন স্বেচ্ছাসেবক।

ঈদযাত্রা স্বস্তির ও আনন্দের করতে হ্যান্ডমাইক ও লিফলেট বিতরণের মাধ্যমে ট্রাফিক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া, বয়স্কদের জন্য হুইলচেয়ারের মাধ্যমে রাস্তা পারাপারে সহযোগিতা করাসহ সব ধরণের সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে এসব জায়গায় সোসাইটির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্রও খোলা হয়েছে। ঈদযাত্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা মানুষদের দেয়া হচ্ছে প্রয়োজনমাফিক প্রাথমিক চিকিৎসা।

এছাড়া রাজধানীর ফার্মগেট, বাংলামটর, বিজয় সরণীসহ গুরুত্বপূর্ণ ১১টি পয়েন্টে যত্রতত্র গাড়ি পার্কিং রোধ করে ট্রাফিক পুলিশকে যানজট নিরসনেও সহায়তা করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

ঈদ শেষে রাজধানী ফেরত মানুষদের ফেরার যাত্রাকে স্বস্তির করতে ১২ জুলাই থেকে আবারো শুরু হবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের এ ধরণের সহায়তা কার্যক্রম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়