শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৯:০৩ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ছাড়ছে মানুষ, রাস্তায় তীব্র যানজট

যানজট

মিনহাজুল আবেদীন: ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ জুলাই)। এদিন দুপুরের দিকে রাজধানীর বেশিরভাগ সড়কে তেমন যানজট ছিলো না। কিন্তু অফিস শেষে বিকেল ৫টার পর থেকে অধিকাংশ রাস্তায় যানজট দেখা গেছে।

এর মধ্যে অনেকে অফিস শেষ করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আবার অনেকে পরিবার নিয়ে ছাড়ছেন ঢাকা। ফলে ঢাকার সড়কগুলোতে বেড়েছে মানুষের চাপ। বিশেষ করে গাবতলী, যাত্রাবাড়ী এবং সদরঘাটকেন্দ্রিক রাস্তায় যানজট বেশি।

লাব্বাইক পরিবহনের সুপারভাইজার মো. মিঠুন বলেন, সকালের দিকে রাস্তায় ভালোই যানজট ছিলো। তবে দুপুরে তেমন যানজট ছিলো না। এখন রাস্তায় বাড়ছে যানজট। 

গুলিস্তান মোড়ে কথা হয়ে ভিক্টর পরিবহনের বাসচালক মিলন হোসেন বলেন, প্রতি বৃহস্পতিবার রাস্তায় যানজট একটু বেশি হয়। তবে আজ বিকেল ৪টার পর থেকে যানজট বাধতে শুরু করে। শুক্রবার যানজট থাকবে না বলে মনে হচ্ছে।

পরিবার নিয়ে রামপুরা থেকে গাবতলী বাস টার্মিনালের উদ্দেশ্য রওয়ানা করা আশরাফুল ইসলাম বলেন, গ্রামের বাড়ি কোরবানি দেবো। ঈদের পর পাঁচদিন ছুটি পেয়েছি। সে কারণে আজ ফুলটাইম অফিস করতে হয়েছে।

তিনি আরও বলেন, গাবতলী থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় গাড়ি ছাড়বে। আজ রাস্তায় বাড়তি যানজট হবে, এমনটা ধরে নিয়েই আগেভাগে যাত্রা শুরু।

তুরাগ পরিবহনের বাসচালক মো. খায়রুল বলেন, সকালে রামপুরা ও বাড্ডায় বেশ যানজট ছিলো। তবে দুপুরে ফিরতি পথে তেমন যানজট পায়নি। কিন্তু বিকেলে আবার যানজট শুরু হয়েছে। ধারণা করছি রাত ১০-১১টা পর্যন্ত রাস্তায় যানজট থাকবে। জাগোনিউজ ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়