শিরোনাম
◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায় ◈ ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৫ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় নারীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে রেখে পালালেন স্বামী

মোস্তাফিজুর রহমান : রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে বিথী আক্তার (২২) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী কমল মিয়া পলাতক রয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে অচেতন অবস্থায় ওই নারীকে তার স্বামী কমল মিয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী জীবন মিয়া বলেন, সোমবার বিকেলে নিহত বিথীর স্বামী কমল মিয়া আমাকে ফোন করে জানায় তার স্ত্রী ডিআইটি প্রজেক্টে গুরুতর আহত হয়েছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বিথীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বিথীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে বিথীর স্বামী কমল মিয়া হাসপাতাল থেকে পালিয়ে যান। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিথীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছেন।

তিনি বলেন, কী কারণে কমল মিয়া হাসপাতাল থেকে পালিয়ে গেল সেটি আমরা এখনও জানতে পারিনি। নিশ্চয়ই কোনো কারণ আছে, তা না হলে সে কেন হাসপাতাল থেকে পালিয়ে যাবে।

জানা গেছে, বিথী আক্তার স্বামী কমল মিয়ার সঙ্গে বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়