শিরোনাম
◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় নারীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে রেখে পালালেন স্বামী

মোস্তাফিজুর রহমান : রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে বিথী আক্তার (২২) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী কমল মিয়া পলাতক রয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে অচেতন অবস্থায় ওই নারীকে তার স্বামী কমল মিয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী জীবন মিয়া বলেন, সোমবার বিকেলে নিহত বিথীর স্বামী কমল মিয়া আমাকে ফোন করে জানায় তার স্ত্রী ডিআইটি প্রজেক্টে গুরুতর আহত হয়েছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বিথীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বিথীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে বিথীর স্বামী কমল মিয়া হাসপাতাল থেকে পালিয়ে যান। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিথীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছেন।

তিনি বলেন, কী কারণে কমল মিয়া হাসপাতাল থেকে পালিয়ে গেল সেটি আমরা এখনও জানতে পারিনি। নিশ্চয়ই কোনো কারণ আছে, তা না হলে সে কেন হাসপাতাল থেকে পালিয়ে যাবে।

জানা গেছে, বিথী আক্তার স্বামী কমল মিয়ার সঙ্গে বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়