শিরোনাম
◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৩:১৩ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে ছাত্র-জনতার অবস্থান, মিছিল নিয়ে ঢাকা আসছে মানুষ

রিয়াদ হাসান: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করতে শাহবাগে অবস্থান নিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। সোমবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসে শাহবাগে জড়ো হতে থাকেন।

[৩] এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

[৪] সকাল থেকেই আফতাবনগর এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা আফতাবনগর থেকে রামপুরা পর্যন্ত সড়কে অবস্থান করছেন।

[৫] সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়েও কয়েক হাজার শিক্ষার্থী-জনতা ঢাকায় আসার চেষ্টা করছেন। সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় রাজপথে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে নিয়ে যাত্রাবাড়ীর দিকে যেতে থাকলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।

[৬] দুপুর থেকে মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। 

[৭] রাজধানীর উত্তরা থেকে শহীদ মিনারে রওয়ানা করেছে আন্দোলনকারীদের একটি দল। শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও সাধারণ মানুষ রয়েছে মিছিলে। 

[৮] এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে এগিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে রয়েছে সাধারণ মানুষ। মিছিল নিয়ে আসার সময় বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের উল্লাস করতে দেখা গেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়