সুজন কৈরী: [২] রাজধানীর মিন্টো রোডে একাধিক মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবন রয়েছে। মিন্টো রোডের আগে হোটেল শেরাটন পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বক্সে অগ্নিসংযোগের পরপরই মিন্টো রোডে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
[৩] রোববার দুপুর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মিন্টো রোডে পুলিশ ব্যারিকেড দেওয়া হয়েছে। কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
[৪] রমনা থানার ওসি উৎপল বড়ুয়া জানান, মিন্টো রোডে নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিন্টো রোডে আন্দোলনকারীরা যাতে না আসতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
[৫] সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টা ৪৭ মিনিটের দিকে শাহবাগ থেকে হোটেল শেরাটন ক্রস করে মিন্টো রোডের দিকে যেতে থাকেন আন্দোলনকারীরা। পরে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সম্পাদনা: কামরুজ্জামান
এসকে/কে/এনএইচ
আপনার মতামত লিখুন :