সুজন কৈরী: [২] রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শনিবার দুপুরে অবস্থান নিয়ে বিক্ষোভরত বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্বরত পুলিশ সদস্যদের মাঝে বিস্কুট ও বিশুদ্ধ পানি দেন। কয়েকজন পুলিশ সদস্য প্রথমে নিতে অস্বীকৃতি জানালেও পরে শিক্ষার্থীদের অনুরোধে তারা তা গ্রহণ করেন।
[৩] আন্দোলনকারী বলেন, পুলিশ আমাদের শত্রু না। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা অনেকটা সময় আমাদের পাশে অবস্থান করছেন, আমরা সাধ্যমতো তাদের মাঝে পানি ও বিস্কুট দিয়েছি। পুলিশ সদস্যরা গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে সত্যের পক্ষে অবস্থান নেওয়ারও অনুরোধ জানান শিক্ষার্থীরা। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসবি২
আপনার মতামত লিখুন :