মুযনিবীন নাইম: [২] বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ। পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ।
[৩] ডিবি প্রধান বলেন,কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
[৪] ব্যারিস্টার পার্থ সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেয়ায় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে তার পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসবি২