শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডি ২৭ নম্বরে পুলিশ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ

মুযনিবীন নাইম: [২] ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরে পুলিশ ও যুবলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

[৩] বৃহস্পতিবার সকাল সকাল পৌনে ১১টা থেকে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তখন শিক্ষার্থীরা ২৭ নম্বরের বিভিন্ন গলি ও লালমাটিয়া এলাকায় অবস্থান নেয়।

[৪] পরে দুপুর ২টার দিকে ২৭ নম্বর মীনা বাজারের সামনে অবস্থান নিলে পুলিশ সেখানে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশের সঙ্গে আসাদগেট ও সায়েন্সল্যাব থেকে আসা যুবলীগও শিক্ষার্থীদের ধাওয়া করতে থাকে। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে আন্দোলনকারীরা বিভিন্ন রাস্তায় আগুন ধরায়।

[৪] এ অবস্থা চলার মধ্যে বিকেল সাড়ে ৩টায় পুলিশ ও যুবলীগ আবার শিক্ষার্থীদের ধাওয়া করে। এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা সাতমসজিদ রোডে আবাহনী মাঠের সামনে অবস্থান নিয়েছেন। পুলিশ অবস্থান করছে ২৭ নম্বর এলাকার বাংলাদেশ আই হসপিটালের সামনে।

[৫] কয়েক দফা সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। তাদেরকে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়