মাসুদ আলম: [২] রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গেটে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় তারা টেলিভিশন ভবনের ক্যান্টিন, রিসিপশন, পার্কিংয়ে থাকা গাড়ি ও বাইক ভাঙচুর করা হয়।
[৩] বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় এ ঘটনা ঘটে।
[৪] প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই উত্তেজিত কিছু আন্দোলনকারী বিটিভি ভবনের মূল ফটক ভেঙে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও ভবনের ক্যান্টিন এবং রিসিপশনে আগুন দেওয়া হয়।
[৫] এদিকে সকাল থেকে রামপুরা সড়ক অবরোধ করে শাটডাউন পালন করছিলেন আন্দোলনকারীরা। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট চালিয়ে ছত্রভঙ্গ করে। এরপর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে। সম্পাদনা: এম খান
এমএ/আইকে/এনএইচ
আপনার মতামত লিখুন :