শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে উত্তরা ট্রাফিক পুলিশের অভিযান

মো.রফিকুল ইসলাম মিঠু, ঢাকা:[২]  ফিটনেস বিহীন বা মেয়াদ উত্তীর্ন গাড়ি বিশেষ করে সিটি বাস ও দূর পাল্লার বাসের বিরুদ্ধে একটি সম্মিলীত অভিজান পরিচালনা করেন ট্রাফিক উত্তরা বিভাগ। একদিনে ৭০ ফিটনেস মেয়াদ উত্তীর্ণ গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা।

[৩] অভিযানে সার্বিকভাবে ফিটনেস মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ৪৪ টি মামলা করা হয়, কোন ধরনের কাগজ পত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৫টি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়, ২০ টি গাড়ির বিরুদ্ধে রেকার বিল করা হয়। জরিমানা আদায় করা হয় ৫ লাখ ২০ হাজার টাকা। 

[৪] ট্রাফিক উত্তরা বিভাগের এডিসি  কামরুজ্জামান পিপিএম বলেন, আমরা ফিটনেস বিহীন এবং ফিটনেস মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলাম।ট্রাফিক উত্তরা বিভাগের মামলার পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসেই ফিটনেস সংশ্লিষ্ট বিষয়ে বেশ ভাল সংখ্যক মামলা হওয়ার রেকর্ড আমাদের রয়েছে। 

[৫] তিনি আরও বলেন, সম্প্রতি দুর্ঘটনা রোধ ও সড়কে বিশৃঙ্খলা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মহোদয়ের নিদর্শনা অনুযায়ী ফিটনেস মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া গাড়ির বিরুদ্ধে অভিযান আর ও জোরালো করা হবে। আমরা চাই না  ফিটনেস বিহীন কোন গাড়ি সড়কে চলুক। গতকাল সকাল থেকে উত্তরা আজমপুর  থেকে বিমানবন্দর রাস্তার চিত্র ছিল ভিন্ন রকম। টিআইরা স্ব-শরীরে রেকার নিয়ে রাস্তায় অবস্থান করেন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়