সুজন কৈরী: [২] বুধবার ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, রাজধানীর ওয়ারী হয়ে প্রায় ২৫০টি ব্যানারের বাস প্রতিদিন যাতায়াত করে। অনেক বাসের ফিটনেস ও রোড পারমিট নেই। আবার এক রুটের বাস অন্যরুটে যাতায়াত করে। এতে এই এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
[৩] গত এক সপ্তাহে মামলা, রেকার এবং আটকসহ মোট ২৯১টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা করেছে। বর্তমানে ৩১টি বাস ডাম্পিং গ্রাউন্ডে আটক আছে।
[৪] পুলিশের এই কর্মকর্তা বলেন, সায়দাবাদ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়ের সব বাস কাউন্টার ম্যানেজারদেরকে ফিটনেস আছে এমন বাসের তালিকা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :