শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুতে থানায় মামলা

সুজন কৈরী: [২] রাজধানীর পূর্ব রাজাবাজারের আমতলা এলাকায় ‘সাইম লিমা’নামে একটি ভবনের গ্যারেজে মালিকের গাড়িচাপায় দারোয়ান নিহত হওয়ার ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলাটি করেছেন নিহত ফজলুল হকের স্ত্রী।

[৩] শুক্রবার শেরেবাংলা নগর থানার এসআই আনোয়ার হোসেন খান বলেন, গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী। আসামি ইঞ্জিনিয়ার মফিদুল এখনো পলাতক রয়েছেন।

[৪] থানার ওসি মো. আহাদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে। আমরা তদন্ত করছি।

[৫] ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবন থেকে প্রাইভেটকার বের করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মালিক মফিদুল ইসলাম। এ সময় বাড়ির গেটের সামনে থাকা দারোয়ান ফজলুলকে সজোরে ধাক্কা মারেন তিনি। এতে নিরাপত্তাকর্মী ফজলুল মারা যান।

[৬] প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের ড্রাইভারের সাথে রাগারাগি করে গাড়ি চালাতে গিয়ে মফিদুল নিরাপত্তাকর্মীর উপর গাড়ি উঠিয়ে দেন। এছাড়া দুর্ঘটনার পর নিরাপত্তাকর্মী ফজলুলকে হাসপাতালে নেয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ করেন তারা।

[৭] নিহত ফজলুল হক নেত্রকোনা জেলার বাসিন্দা। অভিযুক্ত বাসা মালিকের নাম মফিদুল ইসলাম। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/কে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়