সুজিৎ নন্দী: [২] ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত ৭টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। বৃহস্পতিবার করপোরেশনের কামরাঙ্গীরচর, পান্থপথ, নারিন্দা, স্বামীবাগ, করাতিয়া রোড, সারুলিয়া, ডেমরা, রানীমহল, নন্দিপাড়া এম ব্লক, বনশ্রী, খিঁলগাও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
[৩.১] এক নম্বর অঞ্চলে ১৭ নম্বর ওয়ার্ডের পান্থপথে স্কয়ার হাসপাতালের জন্য নির্মাণাধীন একটি ভবনের ৪র্থ তলার বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মোর্শেদ হাসপাতালের প্রকৌশলী আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
[৩.২] স্কয়ার হাসপাতালের নির্মাণাধীন ভবনটি ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড নির্মাণ করছে বলে জানা যায়। এছাড়াও অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও ৪৪টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে।
[৪] তিন নম্বর অঞ্চলে ১টি কারখানায় ৬টি পাত্রে মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করে। চার নম্বর অঞ্চলে ২টি বাড়িতে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।
[৫] পাঁচ নম্বর অঞ্চলে ৩টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ৬ হাজার টাকা, ছয় নম্বর অঞ্চলে ১টি বাড়িতে লার্ভা পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযানে ৪৫৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান
এসবি২
আপনার মতামত লিখুন :