শিরোনাম
◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ম্যাচ ফ্যাক্টরি পার্শ্বে ৯ কোটি টাকার ১৭ শতক খাস জমি উদ্ধার 

এম এম লিংকন: [২] দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি উদ্ধার করে জেলা প্রশাসন।

[৩] একইসঙ্গে খাস জমির সীমানা চিহ্নিত করে সরকারের পক্ষে লাল পতাকা ও মালিকানা সাইনবোর্ড ঝুলিয়ে   দেওয়া হয়েছে। 

[৪] বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা জেলা প্রশাসন অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করে।  

[৫] স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা এই খাসজমি দখল করে বালু স্টক ও বিক্রির কাজ করছিল। 

[৬] এ ঘটনা জানার পর ঢাকা জেলা প্রশাসক ( ডিসি) আনিসুর রহমান এই খাস জমি উদ্ধারের নির্দেশনা দেন।  

[৭] ডিসির নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এই খাসজমি উদ্ধার করেন। 

[৮] ডিসি আনিসুর রহমান এই প্রসঙ্গে বলেন, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাসজমি ভূমি দস্যু ও দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে  রেখেছে। 

[৯] এ সব খাস জমি উদ্ধার ও সংরক্ষণে ঢাকা জেলা প্রশাসন সর্বদা তৎপর জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়