শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ম্যাচ ফ্যাক্টরি পার্শ্বে ৯ কোটি টাকার ১৭ শতক খাস জমি উদ্ধার 

এম এম লিংকন: [২] দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি উদ্ধার করে জেলা প্রশাসন।

[৩] একইসঙ্গে খাস জমির সীমানা চিহ্নিত করে সরকারের পক্ষে লাল পতাকা ও মালিকানা সাইনবোর্ড ঝুলিয়ে   দেওয়া হয়েছে। 

[৪] বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা জেলা প্রশাসন অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করে।  

[৫] স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা এই খাসজমি দখল করে বালু স্টক ও বিক্রির কাজ করছিল। 

[৬] এ ঘটনা জানার পর ঢাকা জেলা প্রশাসক ( ডিসি) আনিসুর রহমান এই খাস জমি উদ্ধারের নির্দেশনা দেন।  

[৭] ডিসির নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এই খাসজমি উদ্ধার করেন। 

[৮] ডিসি আনিসুর রহমান এই প্রসঙ্গে বলেন, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাসজমি ভূমি দস্যু ও দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে  রেখেছে। 

[৯] এ সব খাস জমি উদ্ধার ও সংরক্ষণে ঢাকা জেলা প্রশাসন সর্বদা তৎপর জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়