শিরোনাম

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৪, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ভাড়া বাসা: এক কামরায় বসবাস করেন ৪০ শতাংশ পরিবার

ইমন হোসেন: [২] সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, পানি সবকিছুরই দাম বেড়েছে। বেড়েছে সব ধরনের পণ্যের দামও। বাড়তি খরচের তালিকায় যোগ হয়েছে বর্ধিত বাসা ভাড়া। রাজধানীর প্রায় ৮৫ শতাংশ মানুষ থাকেন ভাড়া বাসায়। খরচের চাপে এমনিতেই সীমিত আয়ের মানুষ চিড়েচ্যাপটা। এর ওপর নতুন করে বাসা ভাড়া বেড়ে যাওয়া সবাইকে চিন্তায় ফেলছে। (সমকাল ২০-৬-২০২৪)

[৩] ঢাকা বিভাগের শহরাঞ্চলে এক কামরায় বসবাস করে ৪০.২৫ শতাংশ পরিবার। এছাড়া সব বিভাগেই ২ কামরায় বসবাসকারী পরিবারের হার সর্বোচ্চ ৪৩.৬১ শতাংশ। এ হার পল্লী অঞ্চলে ৪৪ দশমিক ১১ শতাংশ ও শহরে ৪২ দশমিক ৬৪ শতাংশ। (নিউজ ২৪ ২৯-০৬-২০২৪)

[৪] রহিম নামে এক ভাড়াটিয়া বলেন, চারতলার তিনটি বেড রুম ডাইনিংসহ শুরুতে ভাড়া ছিল ১৮ হাজার টাকা। পরে তিন বছরে ভাড়া বেড়ে এখন ২৩ হাজারে ঠেকেছে। গেল কয়েক বছরে বেতন না বাড়লেও বাসাভাড়া বেড়েছে কয়েকবার। (ইত্তেফাক ১০-০৬-২০২৪)

[৫] কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে ৬২৮ শতাংশ। আর ২৫ বছরে বাড়িভাড়া সংক্রান্ত ক্যাবের জরিপে জানানো হয়, এ সময় বাড়িভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। অর্থাৎ এ সময়ে নিত্যপণ্যের দামের তুলনায় বাড়িভাড়া বৃদ্ধির হার দ্বিগুণ। (আরটিভি অনলাইন)

[৬] সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, বাড়িভাড়ার উচ্চবৃদ্ধি মূল্যস্ফীতির ধারাবাহিক প্রভাবের বহিঃপ্রকাশ। এই বাড়তি খরচ কম আয়ের পরিবারগুলোর বোঝা দ্বিগুণ করে দেয়। (কালের কন্ঠ ২০-০৬-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়