মোস্তাফিজুর রহমান: রাজধানীর গুলিস্থান হানিফ ফ্লাইওভারের ঢালে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা পিকআপ ভ্যানের চালককে আটক করে গণধোলাই দিয়েছেন।
সোমবার (১০ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
তাদের দু'জনকেই ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গনধোলাইয়ের শিকার পিকআপের চালককে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানের দিকে নামার পথে হানিফ ফ্লাইওভারের ঢালে ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, গণধোলাইয়ের শিকার পিকআপের চালক মামুন (২৪)কে অবস্থাও আশংকাজনক। তারও পরিচয়ও জানা যায়নি।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :