মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে মো. রাসেল মিয়া (১২) নামে এক শিশু দগ্ধ হয়েছে। চিকিৎসকরা বলছেন, তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।
[৩] দগ্ধ অবস্থায় শুক্রবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে আনা হয়।
[৪] দগ্ধের ভাই আশিক বলেন রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন আল বশির জামে মসজিদের সামনে বাসার অদূরে হেঁটে পানি আনতে গেলে সেখানে ওই এলাকায় মারামারি ঘটনা ঘটে। সেখানে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়, এতে সে দগ্ধ হয়। এছাড়াও সেখান আরো দুই এক জন আহত হয়েছে। পরে রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।
[৫] আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তরিকুল ইসলাম বলেন, জানিয়েছেন শিশুটির শরীরে ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
[৬] রাসেলের গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুর থানায়। বর্তমানে সে মোহাম্মদপুর হুমায়ুন রোড ব্লক ডি বিহারী ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকে। সম্পাদনা: হ্যাপী
এমআর/এইচএ
আপনার মতামত লিখুন :