ডেস্ক রিপোর্ট: রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী পুস্তিকাও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৩।
গ্রেপ্তারদের মধ্যে আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেনও আছেন। বাকি দুইজন সংগঠনটির আঞ্চলিক প্রশিক্ষক বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বলা হয়, শনিবার (২৫ মে) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সূত্র: আরটিভি
আপনার মতামত লিখুন :