শিরোনাম
◈ সংবিধানে ধর্মনিরপেক্ষতাসহ ৩ মূলনীতি বাদ দিয়ে নতুন ৪ সুপারিশ ◈ ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় ◈ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান ◈ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’ ◈ গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে সংবিধানে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশ  ◈ ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ সিদ্দিক! ◈ ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা ◈ এনসিটিবি’র সামনে ২ পক্ষের সংঘর্ষে বহু আহত (ভিডিও) ◈ বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে, সরকার তার বিচার করবে : আসিফ নজরুল  ◈ সংস্কারের প্রতিবেদনগুলো বাংলাদেশি, বাঙালি জাতির একটা সনদ, আমরা বুকে নিয়ে অগ্রসর হবো: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপেয় পানি-বিস্কুট নিয়ে সাধারণ মানুষের পাশে পুলিশ

সুজন কৈরী: [২] রাজধানী ঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে সড়কে বের হয়ে খেটে খাওয়া মানুষদের রোদের তীব্রতায় অল্পতেই ক্লান্তি চলে আসছে। তীব্র দাবদাহে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ।

[৩] মানবিক সহায়তা হিসেবে ওয়ারী বিভাগের ছয়টি থানা এলাকায় সাধারণ মানুষের মধ্যে সুপেয় পানি বিতরণ করছে পুলিশ। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনার পর এ কার্যক্রম শুরু হয়।

[৪] এর আগে শুক্রবার ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, ঠান্ডা পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার।

[৫] এ সময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। এরপর থেকে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ খেটে খাওয়া সাধারণ মানুষকে ঠান্ডা পানির বোতল ও লেবুর শরবত দিয়ে সহায়তা করছেন।

[৬] ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ঢাকায় প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন পুলিশ কমিশনারের নির্দেশনায় ওয়ারী বিভাগের ছয়টি থানা এলাকায় অসহায়, শ্রমজীবী ও পথচারী মানুষের মধ্যে সুপেয় পানি, বিস্কুট ও শরবতের ব্যবস্থা করা হচ্ছে। দাবদাহ যতদিন চলবে এ কার্যক্রম চালিয়ে যাবো। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসকে/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়