শিরোনাম
◈ সেনাবাহিনীর বিশেষ অভিযান মোহাম্মদপুরে, থানার সামনে গভীর রাতে আটকদের স্বজনদের ভিড় ◈ অমুসলিমদের নিয়ে কমিটির বিষয়ে যা জানাল জামায়াত ◈ সৌদি আরবে ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত ◈ মালয়েশিয়ায় সর্বত্র চলছে অবৈধ অভিযান, পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকা প্রবাসী ◈ বিশেষ অভিযানে মোহাম্মদপুরে সেনাবাহিনী, যা জানা গেল (ভিডিও) ◈ কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আ.লীগ জিন্দাবাদ’, দুই কর্মী বরখাস্ত ◈ সেন্ট মার্টিন দ্বীপে দেখা দিয়েছে ২০ ধরনের নতুন বিপদ ◈ কোনো গণমাধ্যম বন্ধ হবে না : প্রেস সচিব ◈ মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে গোলাগুলি, শিশুসহ আহত ৩ ◈ হিন্দু সম্প্রদায় কী চাইছে, তারা এখন কেন রাস্তায়, সরকারের ওপর চাপ সৃষ্টিই লক্ষ্য?

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ০৮:৪৩ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি ফল পেপিনো চাষে সফলতা অর্জন করেছে চৌগাছার তাইজুল ইসলাম

বাবুল আক্তার: [২] অত্যধিক পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি ফল পেপিনো মেলন। ইউটিউব দেখে নতুন এই ফলের চাষ করে সফলতা পেয়েছেন যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের চাষী তাইজুল ইসলাম (৬৫)।

[৩] চাষী তাইজুল ইসলাম জানান, পার্শ্ববর্তী গ্রামের সেলিমের কাছ থেকে উদবুদ্ধ হয়ে পরীক্ষামূলকভাবে ৩৩ শতাংশ জমিতে পেপিনো মেলন চাষ করছেন তিনি। প্রবাসী সেলিম শখের বসে কয়েক শতক জমিতে পেপিনো চাষ করেন। তাইজুল সেলিমের কাছ থেকে চারা ক্রয় করে ইউটিউবে চাষ পদ্ধতি দেখে পরিচর্চা শুরু করেন। চারা রোপনের ২ মাসের মধ্যে তার প্রতি গাছে ফল এসেছে। তিনি জানান, বর্তমানে তার ক্ষেতে প্রায় ৫০ মণ পেপিনো মিলান রয়েছে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। প্রথম বারেই সফল হয়ে খুবই খুশি তিনি।

[৫] পেপিনো চাষে কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হয়নি। এই চাষে রাসায়নিক সারের চাহিদা খুবই কম। তাইজুল ইসলাম তার ক্ষেতে জৈব সার ব্যবহার করেছেন। এই চাষে খরচ খুবই কম। তিনি বলেন, খোঁজ নিয়েছি কেজি প্রতি মূল্য ৪শ’ থকে ৫শ’ টাকা। কিন্ত এলাকায় প্রচারের জন্য আরো কম দামে বাজারে বিক্রি করবেন। ইতোমধ্যে অনেক ব্যবসায়িরা তার সাথে যোগাযোগ করেছেন। এলাকায় চাষ প্রচার হলে অনেক টাকার চারা বিক্রি করতে পারবেন তিনি।

[৬] কৃষি সম্প্রসারণ অধিদফতরের চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস জানান, এই ফল খেতে অনেকটা তরমুজের মতো। তবে খাদ্যগুণ অত্যাধিক। পেপিনো মেলন পুষ্টি ও ঔষুধী গুণাগুন সমৃদ্ধ একটি ফল। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া এতে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম কম থাকে। পেপিনো মেলন প্রধানত হৃদরোগ, উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোকের মতো পরিস্থিতি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়