শিরোনাম
◈ ‘রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রডাক্ট হলেও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না’ ◈ বিএনপির সাথে ৩টি বিষয় নিয়ে আলোচনা করেছি : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ আওয়ামী লীগের ছায়া এখনো ভর করছে ◈ ভারতে গ্রামীণ পরিবারের ৫৭ শতাংশ কৃষি কাজে যুক্ত ◈ ফ্যাসিবাদ মুক্তি আন্দোলনের কোনও একক মাস্টারমাইন্ড নেই: জামায়াত আমির ◈ ট্রাম্প অভিবাসীদের "ময়লার পাত্র " সঙ্গে তুলনা করলেন ◈ কিভাবে শেষ হবে মধ্যপ্রাচ্য সংঘাত? ◈ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল-মিটিং করলেই গ্রেফতার: আইজিপি ◈ এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্য ◈ নবাগত চার ক্রীড়া সংগঠক সহ-সভাপতি হলেন, দুই ফুটবলার পরাজিত 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৮ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[‌১] চৌগাছায় সন্ত্রাসী হামলায় ইউ‌পি সদস্য নিহত, আহত ৬

র‌হিদুল খান ও বাবুল আক্তার: [২] য‌শো‌রের চৌগাছায় পা‌তি‌বিলা ইউ‌নিয়‌নের ৭ নং পা‌তি‌বিলা ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য ও আওয়ামী লীগ নেতা ঠান্ডু মিয়া‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আ‌রো ৬ জন আহত হ‌য়ে‌ছে।

[৩] আহতরা হ‌লেন, পা‌তি‌বিলা গ্রা‌মের আব্দুল কা‌দে‌রের ছে‌লে ম‌মিনুর রহমান (৪৪), আব্দুল মা‌লে‌কে‌র ছে‌লে আব্দুল হা‌মিদ (৪৫), নিরঞ্জন সরকা‌রের ছে‌লে ওয়া‌সিম সরকার (৩২), রুহুল ক‌বি‌রের ছে‌লে টি‌টো (৩২), মৃত গোলাম হো‌সেনের ছে‌লে আবু বকর সি‌দ্দিক (৪০) ও মৃত আব্দুল জ‌লি‌লের ছে‌লে মকবুল হো‌সেন (৩৫)। আহত‌দের ম‌ধ্যে ম‌মিনুর রহমান ও আব্দুল হা‌মি‌দের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তা‌দের‌কে য‌শোর ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

[৪] আহত মকবুল হো‌সেন ও প্রত্যক্ষদ‌র্শিরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দি‌কে নিহত ঠান্ডু মেম্বরসহ অন্যান্য আহতরা পা‌তি‌বিলা বা‌জা‌রে নিচার আলীর চা‌য়ের দোকা‌নে ব‌সে চা খা‌চ্ছিল । এসময় পূর্ব শত্রুতার জের ধ‌রে পা‌তিবিলা গ্রা‌মের রুহুল আ‌মি‌নের ছে‌লে টি‌টো, সা‌দেক আলীর ছে‌লে ইব্রা‌হিম ও সে‌লিম, আব্দুল খা‌লে‌কে‌রে ছে‌লে তোতা, আশরাফসহ প্রায় ২৫/৩০ জ‌নের একদল সন্ত্রাসী দা কু‌ড়োল ও লা‌ঠি‌সোটা নি‌য়ে তা‌দের ওপর হামলা চালায়। এ‌তে তারা আহত হয়। সন্ত্রাসীরা চ‌লে গে‌লে স্থানীয়রা তা‌দের‌কে উদ্ধার ক‌রে চৌগাছা হাসপাতা‌লে নি‌য়ে আ‌সে। আহত‌দের ম‌ধ্যে ঠান্ডু মেম্বর, ম‌মিনুর ও আব্দুল হা‌মি‌দের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তা‌দেরকে য‌শোর জেনা‌রেল হাসপাতা‌লে রেফার্ড করা হয়। য‌শোর জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক ঠান্ডু মেম্বর‌কে মৃত ঘোষণা ক‌রেন।

[৫] চৌগাছা থানার ও‌সি সাইফুল ইসলাম সবুজ ঘটনার জানান, আসামিদের আট‌কের চেষ্টা চল‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়