শিরোনাম
◈ সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের যত হিসাব ◈ (২৬ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মানবাধিকার লঙ্ঘনকারী কাউকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না: জাতিসংঘকে সেনাপ্রধান ◈ থাইল্যান্ডে ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর সিদ্ধান্ত ◈ জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এলো ◈ ১৫ কোটি টাকায় বিক্রি হচ্ছে এক কপি ‘দ্য লিটল প্রিন্স’ ◈ ক্রেস্টে শেখ হাসিনার নাম, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ◈ নিলামে উঠবে আওয়ামী এমপি-মন্ত্রীদের ১৮ বিলাসী গাড়ি ◈ এমপি হোস্টেলে ৫ই আগস্টের পর দুটি ভবন ছাড়া বাকি সব ভবন খালি ◈ ব্যাংকের ভেতরেই ব্যাগ কেটে গ্রাহকের পেনশনের লাখ টাকা চুরি (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ০৮:৫৬ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করতে তিতাসের অভিযান

মো. বশির উদ্দিন : [২] তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রাজধানীর ডেমরায় শিল্প কারখানা ও আবাসিক বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

[৩] সোমবার দুপুর থেকে শেষ বিকাল পর্যন্ত নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম ডগাইর কালু মিয়া রোড ও সারুলিয়া রেবেকা স্মরণী ও দারুন্নাজাত মাদ্রাসা সংলগ্ন এলাকায় পর্যায়ক্রমে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ডেমরা থানা পুলিশের উপস্থিতিতে ডগাইর এলাকায় ৭৫ সিএফটি ক্ষমতাসম্পন্ন ১৪ টি ষ্টার বার্নারসহ মায়ের দোয়া ফুড প্রোডাক্টস নামে একটি নুডুলড কারখানা অবৈধ বানিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

[৪] যার অনুমোদন ছিল ১ টি ডাবল চুলার যা ২১ সিএফটি ক্ষমতায় গ্যাস ব্যবহার করা যাবে। এ ঘটনায় ওই গ্যাস সংযোগের মালিক মো. নুরুল আমিন ভূঁইয়াকে বৈধ আবাসিক সংযোগ থেকে বাবুল শেখকে (বাবু) অবৈধ বানিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এদিন সারুলিয়া রানীমহল এলাকা ও দারুন্নাজাত মাদ্রাসা এলাকায় ৪ টি আবাসিক বাড়ীর ৩০ টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ ১৫০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ জব্দ করা হয়।

[৫] এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, এখানে দীর্ঘ সময় ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গ্রাহকরা গ্যাস ব্যবহার করে আসছিল বলে আমরা বিচ্ছিন্ন অভিযান চালিয়েছি। ডগাইর এলাকায় গত ৫/৬ বছর ধরে আবাসিক গ্যাস সংযোগ থেকে বানিজ্যিক গ্যাস সংযোগ দিয়ে প্রচুর গ্যাস চুরি করে নুডুলস কারখানা চালাচ্ছিল বাবুল শেখ নামে এক ব্যক্তি। এখানে প্রচুর গ্যাস চুরি করা হতো।

[৬] এ বিষয়ে তিতাসের মেট্রো বিক্রয় বিভাগ-১ এর উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মামুনার রশিদ বলেন, আমরা ডেমরার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত রেখেিেছ। নুডুলস কারখানার বৈধ বিল হতো ডাবল চুলার যা ৯৭৫ টাকা। অথচ চুরি করে যেভাবে কারখানায় গ্যাস সরবারাহ হতো তার বিল মাসে অন্তত ১ লক্ষ ৮০ হাজার টাকা বিল হওয়ার কথা। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়