শিরোনাম
◈ যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন: আইএসপিআর ◈ সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধ: এতে বাংলাদেশে কী প্রভাব পড়বে? ◈ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন ◈ খালেদা জিয়া অনেকটাই সুস্থ, হোম ভিজিট সিস্টেমে চলছে চিকিৎসা ◈ ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে ◈ আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিন: ঢাকায় লিফলেট বিতরণ ◈ ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে একসঙ্গে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫ ◈ প্রেসসচিব শফিকুল আলম আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন ◈ দেশত্যাগে নিষেধাজ্ঞা এনামুল হক বিজয়ের ◈ চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্লে-অফের ড্র, ম্যানসিটি লড়বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ১১:২৪ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথায় গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

এম আর আমিন: [২] চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথায় গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন, হাসপাতালের চেয়ারম্যান ডা.ওমর ফারুক।

[৩] উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাধারণ রোগীদের বিশেষ করে এ মহামারিকালে সর্বোত্তম সেবা দিয়ে প্রায় ৪০০ সাধারণ রোগীদের চিকিৎসাসেবাও ফ্রি' ২০জন গরীব রোগিকে অপারেশন করবেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কতৃপক্ষ।

[৪] বুধবার (১২ জানুয়ারি) মাহমুদ হাসানের সঞ্চালনায় ও ডা.ওমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, র‍্যাব-৭এর এডিশনাল এসপি মো.আবুল খায়ের। তিনি বলেন, মান বজায় রেখে সেবা প্রদান করলে হাসপাতাল প্রতিষ্ঠিত হতে সময় লাগে না। আর চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালে মেধাবী তারুণ্যর পরিচালিত হইলে অত্র এলাকার মানুষ ভালোসেবা পাবেন বলে আশাবাদী। সে ক্ষেত্রে র‍্যাব-৭ যেকোনো সুবিধা -অসুবিধায় পাশে থাকবে।

[৫] উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- র‍্যাব-৭ এর আরএমও ডা. মো.শফিকুল ইসলাম, কাউন্সিলর মো. নুরুল আমীন, ডা. মাহবুবুর রহমান বাবুল, বিশিষ্ট শিক্ষাবিদ আবু জাফর মো. ফোরকান উদ্দীন, কনসালটেন্ট ও ফ্যাকো সার্জন ডা. মো. জয়নুল আবেদীন, সহব্যাবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার, মো. মোশাররফ হোসেন (টিআই সিএমপি)।

[৬] ডা. জয়নুল আবেদীন বলেন, এখানে প্রযুক্তিসমৃদ্ধ সর্বাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে। বিশেষায়িত বিষয়গুলো আরো সমৃদ্ধ করা হবে। বিশ্বের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের সঙ্গে পরস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সুপার স্পেশালিটির ওপর আরো গুরুত্ব দেওয়া হবে। এখানে গরীব রোগীদের জন্য ফ্রি চিকিৎসা, যাকাত ফান্ড থেকে অপারেশন করার সুবিধা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়