শিরোনাম
◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ ◈ মুগ্ধকে নিয়ে গুজব: আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও) ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা ◈ এবার ৭ দিনের আল্টিমেটাম দিলো রিকশাচালকরা ◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘দেখি বাসে আগুন জ্বলছে, আমরা কয়েকজন মিলে পোড়া মরদেহ নিচে নামাই’ ◈ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল ৩ বছরে দুই-তৃতীয়াংশ বৃদ্ধি ◈ জাতীয় ক্রিকেট লিগ, নাইম শেখের দাপুটে ইনিংসে  ঢাকা মেট্রোর দারুণ শুরু ◈ টেস্ট ক্রিকেটে জয়সোয়ালের ছক্কার রেকর্ড

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১, ০৯:৫০ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২১, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার বোরহানউদ্দিনে নৌকার ৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ফরহাদ হোসেন: [২] আসন্ন ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

[৩] উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

[৪] মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ ৯ নেতাকে বহিষ্কারের ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম।

[৫] বহিষ্কৃতরা হলেন- মোঃ আল-আমীন (সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ বড় মানিকা ইউনিয়ন শাখা) আনারস প্রতীক, মো. জসিম হাওলাদার সহ-সভাপতি আওয়ামী লীগ টবগী ইউনিয়ন শাখা, বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক আওয়ামী লীগ টবগী ইউনিয়ন শাখা, নুরুল আমিন নিরব মিয়া (সভাপতি আওয়ামী লীগ কাচিয়া ইউনিয়ন শাখা), আসাদুজ্জামান বাবুল (সদস্য কার্যনিবার্হী কমিটি বোরহানউদ্দিন উপজেলা সাখা), কাজী মোঃ কামাল (এাণ সমাজ কল্যাণ সম্পাদক, বোরহানউদ্দিন উপজেলা সাখা), মানিক হাওলাদার (সহ-সভাপতি হাসান নগর ইউনিয়ন আওয়ামী লীগ), মোঃ হারুন অর রশিদ (যুগ্ম সাধারণ সম্পাদক হাসান নগর ইউনিয়ন আওয়ামী লীগ), মোঃ আলাউদ্দিন সর্দার (সহ-সভাপতি আওয়ামী যুবলীগ বোরহানউদ্দিন উপজেলা সাখা)।

[৬] বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, আসন্ন ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে ৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

[৭] কেন্দ্রীয় আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন করে এমন অভিযোগ পাওয়া গেলে তাদেরকেও পর্যায়ক্রমে দল থেকে বহিষ্কার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়